মোঃ মুনজুর রহমান, স্টাফ রিপোর্টার রাজশাহী
গত ০৬ এপ্রিল ২০২৫,, ৯.৩০ ঘটিকায় উজানখলসীতে এক ভয়াবহ ও পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন আব্দুর রহমান,
স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আজাহার, তার ভাই আরিফ (পিতা: আজিত/আজের ও তার ক্যাডার ছেলে রুবায়েত, পিতা: আজাহার, মিলে পূর্বপরিকল্পত ভাবে আব্দুর রহমানের ওপর হামলা চালায়,
আব্দুর রহমানকে নির্মমভাবে পিটিয়ে মাথা ও চোখে গুরুতর আঘাত করা হয়, এ হামলা ছিল স্পষ্ট হত্যার উদ্দেশ্যে,
সংঘটিত
অপরাধীরা এখানেই থেমে থাকেনি—রুবায়েত পিস্তল নিয়ে সরাসরি গুলি করার চেষ্টা করে, যা কোনোভাবেই ক্ষমার অযোগ্য ও রাষ্ট্রদ্রোহমূক অস্ত্র ব্যবহারযোগ্য অপরাধ,
শুধু জনগণের তাৎক্ষণিক হস্তক্ষেপেই আব্দুর রহমান প্রাণে বেঁচে যান,
উল্লেখ্য, এটি একবারের ঘটনা নয় এর আগেও ২০২৫ সালের জানুয়ারি মাসে রাজশাহীতে আব্দুর রহমান ছিনতাই ও ছুরিকাঘাতের শিকার হন পরিবারটির অভিযোগ—ওই ঘটনার পেছনেও আজাহারের ইন্ধন ছিল,
আব্দুর রহমান বা তার পরিবারের কোনো ব্যক্তিগত শত্রু না থাকায়, এই সকল আক্রমণ আজাহার গোষ্ঠীর দ্বারাই সংঘটিত হয়েছে বলে তাদের বিশ্বাস,
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায় আজাহার তার ছেলে রুবায়েতকে ক্যাডার হিসেবে গড়ে তুলে দীর্ঘদিন ধরে উজালখলসীতে চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাস চালিয়ে নিজের আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে
স্থানীয় মানুষজন এই চক্রের ভয়ে মুখ খুলতে ভয় পা,
ভিকটিম ও এলাকাবাসীর দাবি ও প্রশাসন এর কাছে অনুরোধ :
1. ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
2. আব্দুর রহমান ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক ও চিকিৎসার ব্যবস্থা।
3. উজালখলসীসহ আশপাশের এলাকায় এ ধরনের সন্ত্রাসী চক্র নির্মূলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
4. অবৈধ অস্ত্র ব্যবহার ও হত্যাচেষ্টার মতো অপরাধে রাষ্ট্রীয়ভাবে কঠোর মামলা রুজু করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
আমরা শান্তিপূর্ণ সমাজ চাই, যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়,
এলাকাবাসী বলেন আমাদের নীরবতা যেন অন্যায়ের প্রশ্রয় না হয়
এবং প্রশাসনের কাছে জোর দাবি করেছেন এই ঘটনার তদন্ত সাপেক্ষে ভিকটিম যেন ন্যায় বিচার পায়,
এবং এই ঘটনাটি কেন্দ্র করে তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।