কলমেঃ দেবিকা রানী হালদার
আজ তোমাদের মত অকুতোভয় সৈনিক দরকার
প্রতিবাদী হতে পঁচা রাজনীতির বিরুদ্ধে বা অগোছালো সরকার!
কোথায় সূর্য্যসেন, ক্ষুদিরাম, তিতুমীর, মজনু শাহ
দেশপ্রেমের গুরু ছিলে আমাদের নাই যাহা!
আমরা দেশের সম্পদ করি লুট পাট সবে মিলে
সামনে যতটা এগোয়, আমরা টেনে পিছে নেই তিলে তিলে!
নির্বোধ জনগন ধর্ম প্রাণ না-বুঝে দেয় হাত তালি
আমরা দেশের বুক চিরে রক্তপান করি ট্রেজারি করি খালি!
জীবনে যাইনি মসজিদ মন্দির পড়িনি নামাজ
জনগণকে ধোকা দিতে পড়তে হচ্ছে ধর্মীয় লেবাস!
এদেশের জনগণ লেবাস গেরুয়া তিলক বড় মানে
কোথায় বিক্রি হয় দেশ, মার্কিন ভারত পাকিস্তান কে গোনে ?
শকুনির সেন দৃষ্টি সুজলা সুফলা এ-ই বাংলায়
যতটুকু উপরে উঠে, আবার ভণ্ডামির রাজনীতি টেনে নামায়, তলায়!
দরিদ্র দেশ থেকে মধ্যম আয়, তারপর বিশ্ব কাতারে
আবার বৃহৎ শক্তির দেশ পয়সা ঢালে, "ফকির কর, যা তারে! "
লেবাস ধারীরা মাঠে নামে যেন স্বর্গ দিয়েছে ধরা
এতো স্বর্গ নয়, গরীব ছোট্ট দেশটাকে পায়ে পিষে মারা!