কলমেঃ গোলাম কিবরিয়া ফারাজ
আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি,
আমার কাছে লিঙ্গের কোনো ভেদাভেদ নেই।
ধর্ম অথবা গোত্রের পরিচয়ে আমি কাউকে ভাগ করি না,
আমি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি।
আমি রক্তপাতের বিপক্ষে থাকব আজীবন,
যে ধর্ম বা গোত্রের মানুষই হোক না কেন,
আমি ভালোবাসি মানুষকে,
তুমি যদি তেমনি করো, সমাজ বদলাবে,
তবেই তো রক্তপাত বন্ধ হবে,
হানাহানি, মারামারি থেকে রক্ষা পাবে বহু মানুষ।
এটাই একমাত্র পথ,
এটাই একমাত্র উপায়—
মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা,
তাহলেই শান্তি আসবে, পৃথিবী হবে সুন্দর।