লেখকঃ প্রিন্সিপাল মুহাম্মদ হুমায়ুন কবির
না হয় হলো, মন শুকনো কোন মরুভূমি,
আশাহত হয়ো না গো তুমি----।
আজ ৯ মার্চ বুধবার। সপ্তাহের আর ক'টা দিনের মতই আজকের দিনটি কেটে গেল স্বাভাবিক ব্যস্ততায়।
কিন্তু কিছুটা মনক্ষুন্ন হয়ে বাসায় ফিরলেও ভাবলাম, কত-কত চেনা মুখগুলো আমার মত স্বস্তি- শান্তি আর স্বপ্নের ঘুমের স্বাদ থেকে বঞ্চিত প্রতিনিয়ত।
আমার মনে হতাশা কেন? মনটাকে শক্ত করতে হবে।
খুব সকালে গেলাম, মিরপুর হার্ট ফাউন্ডেশনে - পাটগ্রাম কলেজের সাবেক প্রিন্সিপাল, আতিয়ার ভাইকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রেখে আসলাম।
এদিকে লিভার ক্যান্সারে আক্রান্ত অন্ততঃ দুই যুগের জয়পুরহাটের অন্তরঙ্গ বন্ধু আদাবরের হোমিও ডাক্তার নুরুল ইসলাম আকন্দ ভাইকে পিজি হাসপাতালের মাননীয় ভিসি - প্রফেসর ডাক্তার শাহিনুল আলম স্যারের মাধ্যমে ফ্রি ট্রিটম্যান্টের ব্যবস্থাপনায় রেখে আসলাম।
এডিনো কার্সিনোমা সনাক্ত ক্যান্সারে আক্রান্ত প্রতিবেশী ক্ষুদ্র ব্যবসায়ী, প্রিয় গফুর ভাইকে মিডফোর্ডে ভর্তি, সাভার থেকে ১জন, বুড়িচং ওয়েলফেয়ারের সুবাদে ৩ জন ভাইকে NITOR এবং বি-বাড়িয়ার সেলিম ভাই ও ফরিদা আপাকে NIKDU তে ট্রিটমেন্ট শেষে প্রী-প্ল্যান অনুযায়ী লালিত স্বপ্নের মানবিক ডাক্তার "মা" সিনথীকে নিয়ে পপুলার হাসপাতালে দেরিতে হলেও পৌঁছালাম ঠিকই।
কিন্তু হারালাম পার্সোনাল ওয়ালেট, এটিএম কার্ড, চারটি মেট্রো রেলের কার্ড এবং ধার করা সব ক'টি টাকা। মনটা খুবই বিষন্ন।
কারণ, ডাক্তার প্রফেসর গোলাম সারোয়ার বললেন, আপনার মেয়ের ইনজিউরী অনেকটা প্রোগ্রেস। আপনার রিপোর্টগুলো যতটুকু দেখলাম,
আপনি নিজেই অসুস্থ।অথচ সব সময় রোগী নিয়ে দৌড়ান যথা তথায়। খুবই পরিশ্রমী আপনি।
দ্রুত ইউরোলজিস্ট এর স্মরনাপন্ন হোন।
সদ্য চান্স পাওয়া হবিগঞ্জ মেডিকেল কলেজে নবাগত মেডিকেল ছাত্রী,আমার হৃদয়ের ধন তাসনিয়া ইসলাম সিনথী তার টিউশনি করে প্রাপ্ত টাকাগুলো আমার হাতে দিয়ে চিকিৎসার পরামর্শসহ হারানো অতীত আর ভবিষ্যতের ভাবনা, সম্ভাবনা-সমৃদ্ধি-আর অগ্রগতির পরিকল্পনা নিয়ে আলাপ চারিতায় বাসা পর্যন্ত পৌঁছালাম।
সারাদিনের ক্লান্তি,ব্যস্ততা, কঠোর পেরেশানি সেইসাথে হতাশার মাঝেও মেয়েকে বললাম, হতাশার চাঁদর উপড়ে ফেলে পরিশ্রমের ঘামে সিক্ত, নোনা পানি থেকেই জন্ম নেবে সফলতার বীজ ইনশাআল্লাহ।
কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু তা'আলা আশাবাদী মানুষগুলোকে ভালোবাসেন।
করুণাময় আল্লাহ তা'আলা আমাদের ভালো কাজগুলোকে কবুল করুন,সবাইকে ভাল রাখুন এবং সুস্থতার নেয়ামত দান করুন।
মুহাম্মদ হুমায়ুন কবির
প্রিন্সিপাল
মিশন ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা, বাংলাদেশ।