মোঃ মোস্তাকিম বিল্লাহ,নীলফামারী:
গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্থানীয় জনগণ, মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল- ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫ টায় নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা বাজারে সর্বস্তরের জনগণ এ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, দুনিয়ার মুসলিম এক হও এক হও, গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনি মুক্ত কর, ইসরাইলের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান সামনে রেখে হরতকীতলা বাজারে বিক্ষোভ মিছিলটিতে অবস্থান করে। বিক্ষোভ মিছিলে তাদের প্রতিবাদ ছিল ইজরাইলি পণ্য বন্ধ কর, ফিলিস্তিনি মুক্ত করো। ইসরাইলের পণ্য বয়কট কর। ট্রামের দুই গালে জুতা মারো তালে তালে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক দোকানি স্বতঃপ্রণোদিত হয়ে নিজেদের দোকানে থাকা ইসরাইলি পণ্য বের করে এনে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করেন। পথচারীরাও স্লোগানে মুখরিত হয়ে এ প্রতিবাদে একাত্মতা জানান।
এ সময় পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদে ইমাম, বিভিন্ন ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান।
বিক্ষোভ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে যতদিন না ইসরাইল তার হামলা বন্ধ করে ও ফিলিস্তিন স্বাধীনতা ফিরে পায়।