মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রক্ষগাছা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুস্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কুটারগাতী দাখিল মাদ্রাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল ২০২৫ বুধবার বিকাল ৪ ঘটিকায় ব্রক্ষগাছা ইউনিয়ন আমীর মাওলানা সোলাইমান হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আশিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রায়গঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম আজম,সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম, সাবেক ইউনিয়ন আমীর আব্দুল হক সরকার, ইউনিয়ন সেক্রেটারি ডাঃ বেলাল হোসেন,ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, রেজাউল হক খান রাজু,ব্রক্ষগাছা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, পাঙ্গাসী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর ও মাওলানা জালাল উদ্দীন সহ স্হানীয় ব্যক্তিবর্গ।