কবি:- মুহা.শরীফুল ইসলাম
আমরা সবাই নবীন-প্রবীণ
গড়বো নতুন দেশ,
শিক্ষা-দীক্ষা করে মোরা
রাখবো না মূর্খতার লেশ ।
দেশে দেশে ছড়িয়ে যাবো
নিয়ে শিক্ষার আলো,
আঁধার কালো দূরীভূত হবে
থাকবে সবাই ভালো ।
সাম্যের গান গাইবো মোরা
সুরে সুর তুলে,
আদর্শ শিক্ষা অর্জন করে
যাবো ভেদাভেদ ভুলে ।
গুরুজনকে করবো সম্মান
সবথেকে বেশি,
পিতা-মাতার পরেই তাদের
অধিকার রয়েছে বেশি ।
আমরাই হবো এই যুগের
বীর খালিদের সেনা,
আদর্শ সমাজ গঠন করতে
মোরা পিছু হটবোনা ।