স্টাফ রিপোর্টার:
১১ এপ্রিল ২০২৫ শুক্রবার বিকেল ৩.৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে "এ লড়াই জাতীয় মুক্তি সাম্য গণতন্ত্র ও সম্মৃদ্ধ কাঙ্ক্ষিত বাংলাদেশ " শ্লোগানে নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ হয়েছে। গণতান্ত্রিক নাগরিক শক্তির চেয়ারম্যান রাস্ট্র চিন্তক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল মালেক ফরাজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মজলুম জননেতা ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান,
বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান,
বাংলাদেশ কংগ্রেস এর সভাপতি এ্যাডভোকেট
কাজী রেজাউল হোসাইন,
দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম,বাংলাদেশ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব উপাধাক্ষ্য নুরুজ্জামান হীরা,
পাবনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর সাজ্জাদ বিন হাওলাদার, এনসিপির কেন্দ্রীয় সদস্য হেলাল উদ্দিন, গণ অধিকার পার্টির চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার,
বাংলাদেশ সার্বজনীন দলের সভাপতি প্রিন্সিপাল নূর মোহাম্মদ। অনুষ্ঠানে
ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি ও কথাসাহিত্যিক নাসরীন ইসলাম শেলী।
গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্ম প্রকাশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক নাগরিক শক্তির সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ নাহিদ মিয়াজি, সহ সভাপতি নূর মোহাম্মদ মনির, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা প্রমূখ।
নতুন রাজনৈতিক দলের
ঘোষণা পত্র পাঠ করেন গণতান্ত্রিক নাগরিক শক্তির যুগ্ম সম্পাদক সোহেল রানা
অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর মহান ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ জুলাই বিপ্লবে শহীদ ও ফিলিস্তিনে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।