মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
নীলফামারীতে আধুনিক সদর জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডাঃ আবু বিন হাজ্জাজ কে অপসারনের জন্য ৭২ ঘন্টা সময় দিয়েছে নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
গত ১০ ই এপ্রিল বৃহস্পতিবার ১২ টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল এর মেইন গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতেই বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, তিনি বলেন নীলফামারী জেনারেল হাসপাতাল এর চিকিৎসা মান অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে,রোগীরা নিয়মিত ঔষধ পাচ্ছেন না। এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ এবং তত্ত্বাবধায়ক এর সহায়তায় আওয়ামীলীগকে পুনর্বাসন করে আওয়ামীলীগ ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন।তাই ৭২ ঘন্টার মধ্যে এই দুর্নীতিবাজ তত্ত্বাবধায়ককে অপসারণ না করলে আগামীতে কঠিন আন্দোলন হবে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সদস্য সচিব,আলিফ সিদ্দিকী প্রান্তর,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম আযম,রইছুল আলম,সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম, এবং নাগরিক পার্টির আক্তারুজ্জামান, মোস্তাকিম বিল্লাহসহ প্রমুখ।