নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার দেলুটি ইউনিয়নের নোয়াই গ্রামে মোমবাতি শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জনাব মোঃ জহির উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সবার জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও করিমুন্নেছা মডেল স্কুলের সহকারি শিক্ষক বাবু ধনঞ্জয় রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. মনিরুল শিকারী।অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন এলাকার সম্মানিত শিক্ষক এবং শিশু একাডেমির প্রতিষ্ঠাতা
জনাব রবিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মোমবাতি শিশু একাডেমির একনিষ্ঠ সদস্যবৃন্দ-আবুজর শিকারী,বুরহান শেখ,গোলাম রব্বানী গাজী, মেহেদী হাসান,নাফিজ,মুজাইদুল ইসলাম, প্রীতিকণা সরকার,আব্দুল্লাহ আল মাসুদ, আসাদুজ্জামান আসাদ,সুমঙ্গল বিশ্বাস, অনিক গোলদার, রাকিবুল,শিকারী,ইমন হাসান, রকি বিশ্বাস, সুমন গাজী,শাহ আলম গাজী,তানভীর হাসান আকরাম,আরিফুল ইসলাম, তানিয়াখাতুন,রোকনুজ্জামান রোকন, মাজহারুল ইসলাম স্বাধীন,আলভিইব্রাহিম,আলামিন,
রাকিবুল ইসলাম ,লিমা খাতুন, হেলাল শেখ,
ইব্রাহিম তানিম,ফজর খাঁ,আইজুল শেখ,ছামিউল শেখ,শাহাদাৎ শেখ প্রমুখ।
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু ধনঞ্জয় রায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং২০২৫ খ্রিঃ এস এস সি পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেন।
মোমবাতি শিশু একাডেমি ২০১৮ খ্রিঃ থেকে
এলাকার ঝরে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে এলাকার শিশুদের শিক্ষার আলো বিকশিত করার জন্য এ উদ্যোগ নিয়ে, দারুণ মল্লিক গ্রামের
সকলের সহযোগিতায় মোমবাতি শিশু একাডেমির কার্যক্রম পরিচালনা করা হয়।
আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র অঞ্চলের সবার প্রিয় বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য জনাব মোঃ জহির উদ্দিন শেখ অনুষ্ঠান উপলক্ষে মূল্যবান বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের সুনাম প্রকাশ করে এবং এই স্কুলের সুখ দুঃখে পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি দিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।