মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারীঃ
নীলফামারী জেলা ডিমলা উপজেলা সদরে একজন স্ত্রী তার স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়ার সংবাদ প্রচারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল ১২ এপ্রিল রোজ শনিবার নীলফামারীর ডিমলা উপজেলায় স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও ফেনসিডিলসহ কামারুজ্জামান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্র মতে,আজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ৭টায় ডিমলা মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত কামারুজ্জামান ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মো. আলাউদ্দিন সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শুক্রবার রাতে কামারুজ্জামানকে তার স্ত্রী মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে কামারুজ্জামান তার স্ত্রীর ওপর মারপিট করে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্ত্রী থানায় গিয়ে স্বামীর মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে তথ্য দেন। পুলিশ ঐ তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে কামারুজ্জামানের ভাড়া বাসা থেকে ৩৮ পিস ইয়াবা ও ২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ কামারুজ্জামান কে হাতেনাতে আটক করে। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, দৈনিক আজকালের পত্রিকার প্রতিনিধিকে বলেন,গ্রেফতারকৃত কামারুজ্জামান কে তার স্ত্রী একাধিকবার মাদক বিক্রি করা থেকে বিরত থাকার জন্য চাপ দেয়ার কারণে স্ত্রী কে বেধড়ক মারধর করে। তার স্ত্রীর দেওয়া তথ্য মতে তাকে মাদক সহ গ্রেফতার করি এবং সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।