বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী তারা মিয়া (তারু) প্রবাসী আবুল কালাম কে প্রান নাশের
হুমকি দেয়।
গত ১১ই এপ্রিল রোজ শুক্রবার রাত ৭.৩০মিনিটে উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের কুতুব বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্ত যুবলীগ নেতা তারা মিয়া ওরফে তারু ও বাদী প্রবাসী আবুল কালাম পাশাপাশি গ্ৰামের বাসিন্দা । গত দুই বছর আগে তারা মিয়া বসতঘর নির্মাণ করার জন্য প্রবাসী আবুল কালামের কাছ থেকে ৭০হাজার টাকা ধার নেয়।ঐ টাকা আমি ফেরত চাইলে দেই দিচ্ছি বলে তালবাহানা শুরু করে।এরপর ৭/৮ মাস পূর্বে উক্ত বিষয়ের উপর ধর্মপাশা কোর্টে একটি মামলা দায়ের করি।মামলা দায়ের করার পর মামলাটি কোর্ট আমলে নিয়ে তার উপর সমন জারি করে। তারপরও আদালতে হাজির না হওয়ায় গ্ৰেফতারি পরোয়ানা জারি করে। মধ্যনগর থানা পুলিশ তাঁকে গ্ৰেফতার করে আদালতে হাজির করে। বিষয়টি আপোষ মিমাংসার শর্তে কোর্ট তাঁকে জামিন দেয়। জামিনে মুক্তি পেয়ে গত ১১ই এপ্রিল শুক্রবার সন্ধ্যায় আপোষ করার জন্য সময় ধার্য হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গের সামনে আমাকে উল্টো ৩০হাজার টাকা দেওয়ার জন্য বলে। একপর্যায়ে আমাকে তার দলবল নিয়ে মারতে আসে। উপস্থিত সাক্ষীগণ ফেরানোর চেষ্টা করলেও তাঁদের কেউও মারধর শুরু করে।তারা আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে আমি ১নং সাক্ষী লালন মিয়ার সহযোগিতায় ঘটনাস্থল থেকে চলে আসি।আমি এঘটনার বিষয়টি এলাকার ব্যক্তিবর্গের অবহিত করি।পরে স্থানীয় ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি।
এবিষয়ে জানতে অভিযুক্ত তারা মিয়ার মোবাইল ফোনে কল করলে কল রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নাই।
এবিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার উপপরিদর্শক এস আই আসাদ মিয়া জানান এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।