মোঃ মামুন সিকদার
=============
আমি কোনো অভিনয় করছি না,
আমি কোনো নাটক করছি না
আকাশের বুকে যেমন তারা গুলো সত্য
তেমনি, তোমাকে ভালোবাসি সত্য।
তোমাকে, এক নজর দেখার মাঝে,
কি যে… আনন্দের উপলব্ধি ;
তা… তুমি বুঝবে না
তোমাকে উন্মাদের মতো ভালোবাসি
দিন-রজনী করি তোমারি গবেষণা।
সত্যি বলছি—
আমি কোনো অভিনয় করছি না
আমি কোনো নাটক করছি না,
যদি কোনো এমন প্রযুক্তি থাকিতো-
আমার ভিতর টা, দেখানো যেতো
হয়তো-বা তুমি একটু হলে ও বিশ্বাস করতে।
ত্রিভুবনে যদি কোনো
ভালোবাসার পরিমাপ থাকিতো;
কতটা ভালোবাসি
তাহলে হয়তো দেখানো যেতো।
আমি কোনো অভিনয় করছি না,
আমি কোনো নাটক করছি না
তোমায় প্রচন্ড ভালোবাসি;
হ্যা,আমি প্রচন্ড ভালোবাসি!
তোমার সব বাক্য মেনে নিতে রাজি,
ঠিক, ঠিক তুমি যাহা বলিবে
তবুও তুমি আমার বক্ষে ফিরে এসো
তবুও তুমি আমার বক্ষ জুড়ে থাকো।
আমি তোমায় প্রচন্ড ভালোবাসি
ফিরে এসো আমার প্রাণধারণে;
আমি কোনো অভিনয় করছি না
আমি কোনো নাটক করছি না।