সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
Acacia Flowers ভেড়ামারা  মাজারে গাঁজাসেবীদের আঁখড়ায় অভিযানে গিয়ে লাঞ্চিত ম্যাজিষ্ট্রেট ছোটগল্পঃ- অবৈধ প্রেম কবিতাঃ বন্ধ কর সব বর্বরতা জগন্নাথপুর পেশাজীবি শাখার বর্ষপূর্তি সভা অনুষ্ঠিত ও পৌর কমিটি গঠন জামায়াতে ইসলামী ঘোষিত গণসংযোগ কার্যক্রমের অংশ হিসাবে মিশন পল্লী ভবনে বৈশাখী নৈশ ভোজ সুন্দরবনের উপকূলের  বাগেরহাটে ১১২ বিঘা জমির দখল ৫ আগষ্টের পরে ফিরে পেলেন মালিকেরা সুন্দরবনের উপকূলে খাদ্যের সন্ধানে জনপদে লোকালয়ে কালোমুখো হনুমান বিশ্বের ঐতিহ্য সুন্দরবনে অজগর অবমুক্ত শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে থামছে না হরিণ শিকার মূল শিকারিরা ধরাছোঁয়ার বাইরে ১২ মণ হরিণের মাংস সহ ৯শিকারি আটক ! ! !

ঢাকার যানজট নিরসন ও পরিচ্ছন্ন পরিচালকের দপ্তর থেকে কিভাবে করা হবে। এরকম কঠিন একটি কাজ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩০ Time View

 

অথই নূরুল আমিন

যে কাজ থেকে এই প্রথম বাংলাদেশ সরকার অথবা চুক্তি ভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা ঠিকাদারি প্রতিটি প্রতিষ্ঠান প্রতি মাসে পাবে কোটির বেশি টাকা। বিগত সরকার গুলো রাষ্ট্রীয় যা কাজ করেছে। তার ৯৮% জলে ফেলেছে। যার জন‍্য প্রবাদ এসেছে। সরকারের মাল দরিয়ায় ঢাল।।

প্রথমে সমগ্র ঢাকা শহরকে ১২ ভাগে ভাগ করা হবে। এখানে শহরের প্রায় প্রত‍্যেক রাস্তা বা ফুটপাতের দোকানের জন‍্য “বিল গ্রিল সিস্টেম” স্থায়ীভাবে ব‍্যবস্থা করা হবে। শুধুমাত্র উল্লেখযোগ্য জায়গায়। শহরের সারাদিনের আবর্জনা সরাতে পাঁচ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে।

যানজট নিরসনের জন‍্য সমগ্র ঢাকা সিটিকে ১২ ভাগে ভাগ করে। “বোডিং বোট সিষ্টেম” নগরায়ন ওভার স্টং হাইওয়ে রাস্তা তৈরি করা হবে। যার গঠন থাকবে একেক রাস্তায় একেক রকম। তার স্থান এবং চওড়ার উপর নির্ভরশীল।

লক্ষ্য করে দেখা গেছে, ঢাকা শহরের যানজট যেন আড়াই কোটি ঢাকাবাসী এবং প্রতিদিন মফস্বল থেকে আসা বিভিন্ন কারণে, পঞ্চাশ লাখ মানুষের জন‍্য গলার কাটা হয়ে দাড়িয়েছে । একঘণ্টার রাস্তা যেতে সময় লাগে তিন ঘন্টা। যার ফলে সিএনজি ভাড়া বেশি দিতে হয় যাত্রীদের । লেগুনা ভাড়া এমনকি রিকশা ভাড়াও এই যানজটের জন‍্য বিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত বেশি গুনতে হয় সকল যাত্রীকে।

এছাড়া যারা ব‍্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় অফিস করেন বা ব‍্যবসা করেন। তাদের ও একশ টাকা থেকে শুরু করে তিনশ টাকার সমমান তেল বেশি ব‍্যয় হয়ে থাকে। আর সময় তো নষ্ট হচ্ছেই। এদিকে ঢাকার পাইকারি বাজার গুলোতেও বাণিজ্য কম শুধুমাত্র এই যানজটের জন‍্য। যানজটের ভয়ে অনেক ব‍্যবসায়ী ঢাকায় না এসে তাদের সুবিধামত স্থান থেকেই মার্কেট করে চলে যান।

এদিকে এই যানজটের জন‍্য ওভার চালক থেকে শুরু করে, ঢাকা শহরের সিএনজি লেগুনা এবং রিকশা সবাই আর্থিকভাবে সংকটে আছে। এছাড়া শহরের ধুলা বালুতে সকলের জন্য রোগের সৃষ্টি হচ্ছে আমার পদ্ধতি মতে যানজটের সাথে কমে অপরিচ্ছন্নতার কারণে মশার উৎপত্তি সবসময় থাকে এমনকি ডেঙ্গু পর্যন্ত ছড়িয়ে যায়।

শহরের ফুটপাতের অগ্রগতি ক্ষুদ্র দোকানের চরম অবহেলার জন‍্য বিভিন্ন কাগজ এবং পলিথিন সীমাহীন রাস্তার উপরে জমা হয় যা দেখার কেউ নেই । তাই সামান্য বৃষ্টি হলেই পলিথিন কাগজ বা অন‍্যান‍্য পদার্থর জন‍্য রাস্তায় পানি জমে যায়। তখন শহরবাসীরা দুর্ভোগে পরেন। যার জন‍্য শহরের ভাসমান ক্ষুদ্র ব‍্যবসায়ীদের জন‍্য বাসস্থানের ব‍্যবস্থা করা হবে। যার ফলে শহরের ফুটপাত থাকবে পরিস্কার। অন‍্য‍ দিকে শহরের সীমাহীন গাড়ি থাকাতে হর্ণর শব্দে শব্দ দোষণ হচ্ছে মারাত্মক ভাবে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের মারাত্মক ভাবে লেখাপড়ার ক্ষতি হচ্ছে।

বিশেষ করে ঢাকা শহরের যানজট ৫০% কমিয়ে আনতে হবে। শহরকে বসবাসের যোগ্য করতে হলে। বতর্মানে ঢাকা শহর বসবাসের অযোগ্য প্রায়। তাই যানজট নিরসন ও পরিচ্ছন্ন পরিচালক কে সরকারের সহযোগিতা করতে হবে মনে প্রানে। এক বছর থেকে দেড় বছরের ভিতরে জনগণ বুঝতে পারবে, যানজট কমতে শুরু করেছে। এবং পাঁচ বছরের ভিতরে ঢাকা শহর হবে একটি শান্ত শহর। এবং বিশ্বে উন্নত শহরের গননায় সন্তোষজনক তালিকায় নাম আসবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ।

লেখক পরিচিতি
অথই নূরুল আমিন
(কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক)

অথই নূরুল আমিন, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে এক ধনাঢ‍্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো: আব্দুল হক খান (হক সাহেব) এবং মাতা নুরজাহান তালুকদার। লেখালেখির জীবনে তিনি একজন বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, দেশের প্রভাবশালী কলামিস্ট এবং সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। সাহিত্য অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত অসামান্য; কবিতা, ছড়া, গল্প, বাণী, প্রবন্ধ, নিবন্ধ, কৌতুক, এবং রূপকথার গল্প “অনূআর ঝুলি” সহ হাজারো সিরিয়াল লেখা ছাড়াও তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত।

তিনি জীবনবার্তা বিদ্যালয় নামে একটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, যা তার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নব্বই দশকের মানবতার কবি এবং মানবাধিকার কর্মী হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নব্বই দশক থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দেশের শতাধিক জাতীয় দৈনিক, অনলাইন, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকায় সাহিত্যের প্রায় সব ধরনের লেখালেখি করেছেন। এছাড়া, তিনি সারাদেশের দু’শতাধিক পাঠাগারে সৌজন্য বই উপহার দিয়ে ‘পাঠাগার বন্ধু’ এবং ‘শিক্ষা বন্ধু’ উপাধি লাভ করেছেন।

লেখকের উল্লেখযোগ্য গ্রন্থাবলী:
১. প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা (সমালোচনা গ্রন্থ)
২. অগ্নিচিঠি (মুক্ত গদ্য)
৩. সোনালি স্বপ্ন (কাব্যগ্রন্থ)
৪. মন আর মানুষ (কাব্যগ্রন্থ)
৫. অথই গীতি (পঞ্চরসের গানের বই)
৬. অষ্টশ্রম (কাব্যগ্রন্থ)
৭. বাণী সুন্দর (উপদেশমূলক লেখা)
৮. ৫২ বছরে তেপ্পান্ন গল্প (আত্মজীবনীমূলক)
৯. শ্রেষ্ঠ কবিতা সমগ্র
১০. অনূআর ঝুলি (শিক্ষামূলক রূপকথার গল্পের বই)
সহ অসংখ্য গ্রন্থের রচয়িতা।

সমাজচেতনা ও রাষ্ট্রচিন্তা:
তাঁর রচিত “আমার যুদ্ধ কলমে” গ্রন্থটি সমাজ চেতনা, রাষ্ট্র গঠন, বেকারত্ব নিরসন, রাজনীতির উত্থান-পতন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে গভীর বিশ্লেষণমূলক লেখা। সমগ্র বইটির মাধ্যমে সমাজ উন্নয়ন এবং রাষ্ট্র গঠনের পথনির্দেশনা উঠে এসেছে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করবে। এক কথায়, এটি ২.০ সমমনা লেখার এক অনন্য দৃষ্টান্ত।

তাঁর লেখালেখি এবং মানবিক কাজের জন্য তাকে সম্মানিত করা হয়েছে এবং সর্বস্তরের পাঠকদের কাছে তিনি মানবতার ফেরিওয়ালা এবং আলোকিত কবি হিসেবে পরিচিত। আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং তাঁর এই অমূল্য অবদানকে সার্বিকভাবে স্বীকৃতি দিই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102