ইছাহাক আলী , এনায়েতপুর, (সিরাজগঞ্জ):
ফিলিস্তিনে ইসরায়েল কতৃক বর্বর গণহত্যার প্রতিবাদে আজ (১৩ এপ্রিল) রবিবার এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদী মিছিলটি এনায়েতপুর হাট জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তব্য প্রদান করেন
বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার
সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী প্রমুখ।
বক্তাগণ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীগণ বলেন, তারা জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান।নতুন করে ইসরায়েলের পণ্য এনায়েতপুরে ঢুকতে দেওয়া হবে না। তারা আরও বলেন, তবে কোন দোকানে হামলা করা যাবেনা। তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানরা একদিন বিজয়ী হবে ইনশা আল্লাহ।