প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ২:৫৭ পি.এম
কবিতাঃ কাল বৈশাখীর ঝর
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
হঠাৎ করে আসলো তেরে,
কাল বৈশাখীর ঝর।
দুমড়ে মুচড়ে পরলো সব,
লোকের বাড়ী ঘর।
গাছ পালা ভেঙে পড়ে,
পথ ঘাট হলো রদ।
ক্ষেত খামারের ফসলগুলো,
হ'য়ে গেলো সার খার।
ঝরের আগে তোমরা সবাই,
সতর্ক হয়ে যাও।
ঝরের কবল থেকে পাবে,
জীবন তোমার ফাও।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com