কলমেঃ পত্রলেখা ঘোষ
নববর্ষ আবার এলো পুরাতন সাল শেষ,
সুচেতনায় চলবো মোরা
মিলেমিশে বেশ।
বিদ্বেষ ব্যথা রাখবো না আর ঈর্ষা যাবো ভুলে-
নতুন বছর ভরে দিক মন
ভালোবাসার ফুলে।
লোকের কাছে নতুন বছর আনুক নানা সুযোগ,
দূর হয়ে যাক অনাচার আর সকল রকম দুর্যোগ।
মনের গ্লানি আর যত ক্লেদ দূর হয়ে যাক আজ-
নতুন বর্ষে না রয় যেন অনাহারের লাজ।
ফেলে আসা দুঃখ কথা করবো না আর স্মরণ,
স্বর্ণে রৌপ্যে খচিত হোক
মানবতার তোরণ।
বাঙালি থাক মিলেমিশে সবে বাসবো ভালো –
মন গুলি হোক শূচিশুভ্র
ঘুচুক আঁধার কালো।
যে সব ইচ্ছা হারিয়ে যায় নানা কাজের ফাঁকে,
এ বছরে হোক তা পূরণ
আঁকড়ে থেকো তাকে।
কাজের মধ্যে বাঁচাই ভালো
আগামী কে দেখেছে?
এ বছরের শেষে বোলো
বছর ভালো কেটেছে।
সুস্থ থেকো ভালো থেকো এটাই শুধু চাই,
হৃদয় থেকে সকল লোককে
শুভেচ্ছা জানাই।
আনন্দ আজ পাখা মেলুক শান্তি আসুক মনে –
নব উদ্যমে সাজো সবাই সৃষ্টি সুখের সনে।