প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ২:৩৮ এ.এম
কবিতাঃ শুভ নববর্ষ
কলমেঃ ডক্টর মোঃ
বদরুল আলম সোহাগ
==============
নববর্ষ এলো হাসি মুখে,
চৈত্র শেষে বৈশাখ সুখে।
গেলো পুরনো দুঃখ-জ্বালা,
নতুন আশা প্রাণে ঢালা।
শুভেচ্ছা নিও সবাই মিলে,
আনন্দ উঠুক হৃদয়ের তলে।
১৪৩২ শুরু হোক হেসে,
শান্তি থাকুক ভালোবেসে।
ধান-দুইহাতে, পান্তা-পিঠে,
বাংলা গানে উঠুক রিঠে।
রঙে ভরে উঠুক দিন,
নববর্ষ হোক রঙিন।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com