কলমে: বাপ্পী বড়ুয়া।
কক্সবাজার, বাংলাদেশ।
ভাগ্য বিশ্বাসী মানুষের কপাল
হয়েছে মন্দ,
ভাগ্য থাকলে আপনা আপনি
আসবে ভেবে,
অনেকের ভবিষ্যত হয়েছে অন্ধ...।
যে সব ভাগ্য বিশ্বাসী লোকেরা,
তাকিয়ে আছে সফলতার পানে,
কর্ম ছাড়া সফলতা আসবে,
তা কেবল বোকারাই মানে...।
ভাগ্যের আশা মাথায় রেখে
যারা কর্ম বিহীন সফলতা খুঁজে,
সফলতা তো দূরেই থাক,
এ কথা কিভাবে তাদের মাথায় আসে...?
কর্ম বিহীন ভাগ্যের চাকা
ঘুরবে আশা রেখে,
এখনো আছে যারা চোখ বন্ধ করে,
কর্ম ছাড়া ভাগ্যের চাকা
কি আর এমনি এমনি ঘুরে..।
সফলতা কেবল কল্প কথায়,
ভাগ্যের উপর নির্ভর করে,
বাস্তবে ভাগ্য কি আর সফলতা বয়ে আনতে পারে...?
বর্তমানে ভাগ্য বিশ্বাস করা লোকের
নাই কোন অভাব,
সফলতা তো ভাগ্যের উপর ধরা দিবে,
এই কথা বিশ্বাস করায় অলসের স্বভাব..।
ভাগ্য কেবল কর্মেই নিহীত,
তা মানতে হবে আজন্ম,
নইতো ভাগ্যের পিছে দৌড়াতে গিয়ে,
নষ্ট হবে ভবিষ্যৎ প্রজন্ম...।