নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ১২ই এপ্রিল সকাল দশটায় স্কুল প্রাঙ্গনে করা হয়েছিল । প্রতিযোগিতার বিষয় ছিলো নকশি হাঁড়ি এঁকে যাহরুন প্রথম শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছে ।এতে আমরা খুবই আনন্দিত ।মামনিকে অভিনন্দন জানাই এবং তার পিতা-মাতাকে ধন্যবাদ জানাই পড়াশুনার পাশাপাশি মামনিকে সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত রেখে তার মেধাকে বিকশিত করার জন্য। আজ পুরস্কার বিতরণ করা হয় পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল সোমবার দুপুর ১২:৩০ মিনিটে । পুরস্কার প্রদান করেন স্কুলের সভাপতি মোহাম্মদ তৌফিক রহমান।
খুলনা আর্ট একাডেমির সাথে যারা যুক্ত আছেন সবাই মামনির জন্য শুভ কামনা করবেন সে যেন পড়াশোনার পাশাপাশি এই প্রতিভা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারে এবং আমাদের জন্য শুভ কামনা করবেন আমরা যেন সকল শিশু শিল্পীদের সুন্দরভাবে শিক্ষা দিয়ে এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
সকল শিশুর মঙ্গল কামনায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডে