মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
নীলফামারী টেক্সটাইল -৫৬ বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন মিল মাঠে ১০০০ শয্যা বিশিষ্ট চীনা হাসপাতাল স্থাপনা বাস্তবায়নের জন্য জমি পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মহোদয় এবং নীলফামারী ডিসি মহোদয়। পরিদর্শন কালের খন্ড চিত্র।
আমরা আশাবাদী এটি বাস্তবায়ন হলে নীলফামারীর পিছিয়ে পরা মানুষের জন্য সন্তোষজনক উপকার হবে।
রেফার্ড হাসপাতাল খ্যাত নীলফামারী সদর সরকারি হাসপাতালে ভোগান্তির লাগামহীন কার্যক্রম নীলফামারীর মানুষকে আশাহত করেছে। তাই নীলফামারীর মানুষের ভোগান্তি দুরীকরনে চীনা এবং বাংলাদেশ কর্তৃক ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে আশীর্বাদ।