মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
তাহিরপুরের এক ব্যবসায়ীকে বিশ্বম্ভরপুরে অপহরণ চেষ্টা মারধর ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা বুরহান উদ্দিন গংদের বিরুদ্ধে।
১৩ এপ্রিল রোববার বিকেলে তাহিরপুর - সুনামগঞ্জ সড়কের চালবন পয়েন্টের শাহ জালাল অটো রাইছমিল পারশবর্তী সড়কের উপর এ ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দু ছালামের ছেলে বালু পাথর ব্যবসায়ী আতাউর রহমান। তিনি জানান, ঘটনার সময়ে নিজেস্ব মোটর সাইকেলে সুনামগঞ্জ শহর থেকে নিজেস্ব মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে চালবন সুনামগঞ্জ সড়কের বর্ণিত স্থনে গাড়ির গতিরোধ করে ব্যবসায়ী আতাউর ও তার ভাইকে অপহরণ চেষ্টা করে এবং অর্থ ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে ৯৯৯ ফোন করে প্রাণে রক্ষা চান ।
স্থানীয়রা জানান, আওয়ামী সরকারের সময় কালে যাদু কাটা নদীর পাড় কাটা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারের পট পরিবর্তন ঘটলেও একটি মহলের আর্শীবাদে, আগের মতোই চলছে যাদুকাটা নদীর পাড় কেটে বালু বাণিজ্য। যাদুকাটা তীর সংলগ্ন শ্রী শ্রী অদ্বৈত আচার্য্য হিন্দু সম্প্রদায়ের মহা প্রভূর জন্ম ধাম সংলগ্ন যাদুকাটার তীর কেটে জাঙ্গালহাটি এলাকায় প্রায় ৩ লাখ ফুট বালু সংরক্ষণও করেছেন এই আওয়ামী নেতা।
গণমাধ্যমেও প্রকাশ হয়েছে একাধিক রিপোর্ট। একাধিক মামলাও রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবুও বহাল তবিয়তে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের এই নেতা। রোববার তার বিরুদ্ধে ঘটনার বিষয়ে বিশ্বম্ভরপুর থানায় নতুন করে আরো একটি অভিযোগ দায়েরের করেন । এবিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠুফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানিয়েছে ৯৯৯ এমন একটি অভিযোগ করার পর ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে তবে ঘটনাস্থলে অভিযুক্তকোন ব্যক্তিকে পাওয়া যায়নি। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে অভিযুক্তদের পক্ষে তার প্রতিনিধি জানিয়েছেন বিষয়টি ভিন্ন।