বিশেষ প্রতিনিধি:
কুষ্টিয়াতে জুলাই বিপ্লবের শহীদের রক্তের দাগ না শুকাতেই পূর্নবাসন হতে চলছে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সিপাহসালার আওয়ামী লীগের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ গুরুপের ক্যাডার বাহীনির শীর্ষ কুশীলবদের ।
বাংলা নববর্ষ এর আনন্দ শোভা যাত্রার মোক্ষম সুযোগকে যথাযত কাজে লাগিয়েছে ফ্যাসিস্টরা।
জুলাই বিপ্লবের আহতদের অনেকেই এখনো হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন কি়ংবা বাসায় অসহায় জীবন যাপন করলেও কুষ্টিয়ায় হানিফের আস্থা ভাজন আওয়ামী লীগের দোসর মোকাররম হোসেন মোয়াজ্জেম সহ আওয়ামীলীগের চিহ্নিত অপরাধীদের অনেকেই এখন প্রশাসনের সাথে প্রকাশ্যে কর্মসূচীতে অংশগ্রহন করে চলছে। কুষ্টিয়ায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত নববর্ষের আনন্দশোভা যাত্রাসহ নানা আয়োজনে ফ্যাসিস্টদের দোসরদের স্ব দম্ভ উপস্থিতে জুলাই বিপ্লবে আহত নিহতদের পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জুলাই বিপ্লবের ৮ মাস নাযেতেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ছাত্র-জনতা হত্যায় জড়িত অনেক আসামি। বিশেষ করে কুষ্টিয়াকে বিএনপি মুক্ত ঘোষণা করা আওয়ামী লীগের মধু খাওয়া নেতা মোকারম হোসেন মোয়াজ্জেম।
শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতারা।
৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে ও আত্নগোপনে থাকলেও অভিযোগ আছে হত্যা মামলার আসামি হয়েও কূটকৌশলে বর্তমান সরকারের কয়েকজন, আওয়ামী ঘরনার কর্মচারীর সঙ্গে সেই সাথে
বৈষম্য বিরোধী আন্দোলনে শরীক রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ এনসিপি ও এবি পার্টির নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তাদের সাথে স্বাক্ষাত করে ছবি তুলে নিজের আইডিতে প্রচার করেন এই আওয়ামী লীগ নেতারা।
১৬ বছরের চাঁদাবাজী ও অবৈধ আয়ের অর্থ ঢেলে মাহাবুব আলম হানিফের ইশারায় সরকার উৎখাতে সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়ার সুযোগের অপেক্ষায় আছে তারা।
আওয়ামী ফ্যাসিস্টদের স্ব দম্ভ উপস্থিতিতে
ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
মামলার পর থেকে নিজের অবস্থান জানান দিতে আওয়ামী দোসরদেরকে কখনো সড়ক পরিবহন নিয়ে ও কখনো পুলিশ অফিসারদের সাথে এনসিপি ও এবি পার্টির নেতৃবৃন্দের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজ আইডিতে ও স্থানীয় পত্রিকায় প্রচার করে। এছাড়া সরকারি অনেক সভায় পাশে বসে আওয়ামী লীগ ও ছাত্র জনতা ছবি তুলে প্রচার করতেও দেখা যায়।
এতে পতিত ফ্যাসিস্ট মাহাবুব আলম ব্যাপক অর্থ যোগান দিচ্ছে বলে জানা যায়। হত্যা মামলার আসামির এসব প্রচার প্রচারণা দেখে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন শহীদ আবু সাঈদ মুগ্ধ দের রক্তের সাথে গাদ্দারী করা সুযোগ সন্ধানীদের যে কোন মুল্যে প্রতিহত করা হবে।
সেই সাথে ফ্যাসিস্টদের দোসরদের আশ্রয় প্রশ্রয়দান কারী সরকারি বেসরকারি সকলকে চিহ্নিত করতে সরকারের গোয়েন্দা সংস্থার প্রতি নজরদারি বাড়াতে আহবান জানান।