এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরাজপুর গ্রামে গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা ৭টায় মৃত আনিসার রহমানের ছেলে মাসুদ রানা ও মাসুদ রানার ছেলে মাহমুদকে মারধর করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে। বর্তমানে মাসুদ রানা গুরুতর আহত হয়ে নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
মাসুদ রানা বলেন, বিগত দিন থেকে শফিকুল এর সাথে তার জমি জমা নিয়ে বিরত চলে আসছিল। তার নিজের ক্রয় কৃত দোকান ঘর শফিকুল ইসলাম ও তার লোকজন মিলে দখল করে আওয়ামী লীগের পার্টি অফিস বানিয়েছিল। গত ৫ আগস্টের পর সে দোকান ঘরটি তারা ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়াও তিনি বিএনপির দলকে সমর্থন করার কারণে বিগত দিনে শফিকুল তার বাড়িতে পেট্রোল বোমা মেরেছেন বলেও অভিযোগ করেন। বর্তমানে জমি জমার বিরোধের জের ধরেই শফিকুল ইসলাম ও তার লোকজন তার ওপরে হামলা করে।
এলাকাবাসী মেহের আলী বলেন, হরিপুর কেজি বাজারে মাসুদের একটি ক্রয় কৃত দোকান ঘর আছে, যে দোকান ঘরটি শফিকুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের পাটি অফিস করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সকলে একত্রিত বসে মাসুদের ক্রয় কৃত কাগজপত্র দেখিয়ে পুনরায় তার দোকান ঘরটি ফেরত পায় মাসুদ, আর এ নিয়েই মাসুদ আর শফিকুল এর মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল এর স্ত্রী রোজিনা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ ও তার লোকজন, তার স্বামী শফিকুলকে গত ১৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় আক্রমণ করে। শফিকুল তার আত্মরক্ষার্থে যা করার তা করেছে। বর্তমানে শফিকুল মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।