সুলতানা সহেলি রহমান,
বীরভূম পশ্চিমবঙ্গ ভারত:
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত ইতিহাসের প্রাচীকোট আজকের পাইকর। রাঙামাটি বীরভূমি বীরভূমের একটি সাহিত্য সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাগলা নদীর তীরে অবস্থিত ছায়া সুনিবিড় শান্তির নীড় এই গ্রামখানি। তার চিরাচরিত ঐতিহ্য আজও স্বমহিমায় বহন করে চলেছে এই গ্রামের বাংলা ভাষাপ্রেমী মানুষেরা।আজও তাঁরা বাংলার পোশাক পরিধান খানা পিনাহ তে সাবেকিয়ানাতে বিশ্বাস করেন। তাই গতকাল বাংলা নতুন বছরকে বরণ করতে উপস্থিত ছিলেন আট থেকে আশির সব্বাই।
তখন পড়ন্ত বিকেল। গ্রামের মুদির দোকান,কাপড় ,ওষুধ দোকানে সাত তাড়াতাড়ি হালখাতা সেরে সাড়ে পাঁচটায় স্মরণিকাতে এসে উপস্থিত হন উদ্যোক্তারা। অনুষ্ঠানের আয়োজন করেন শ্রী শ্রী মা রামকৃষ্ণ সারদা মা উপাসনা কেন্দ্র।উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কথা কবিতা গান ও নাচের অনুষ্ঠান ছিল নজর কাড়া। কবিতা পাঠ করেন দেব প্রকাশ ধর, অনুপ্রিয়া মুখার্জির কবিতা ও নাচ দর্শক সাধারণের হৃদয় মন জয় করে নেয়। নবনীতা রায় ,মহুয়া মন্ডল, মৌসুমী সাহার গান! আহা!কী শুনিলাম জন্মজন্মান্তরেও ভুলিব না। অনুষ্ঠানের মূল আয়োজক এলাকার জনপ্রিয় সমাজসেবী শিক্ষাব্রতী ও ব্যবসায়ী অশোক কুমার মণ্ডলের কন্যা কল্লোলিনী তিলোত্তমা কোলকাতা বন্দিনী মহুয়া মন্ডলের কন্যা মিঠাইয়ের একতারা ও ধুনুচি সহযোগে লোকনৃত্য দর্শক সাধারণের প্রশংসা কুড়িয়েছে।
এই বর্ষ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার মণ্ডল, সমাজসেবী শিক্ষক রঞ্জিত দে, বৃন্দাবন বিহারী,বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী প্রভাত মুখার্জি, বিশিষ্ট শিক্ষক শ্যামল গাঙ্গুলি, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাংবাদিক অনুপম মুখার্জি, নাট্যকার ও সুসংগঠক অসিত পালধি, লেখক দীনবন্ধু দাস, প্রকাশ ব্যানার্জি,সুগায়িকা আরামিদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিত্যিক ধ্বজাধারী দত্ত বাংলা বর্ষ বরণের ইতিহাস তুলে ধরেন। বিশেষ অতিথি অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান ওপার বাংলায় বর্ষ বরণ এবং ইতিহাসের পাইকরকে বর্ষ বরণে অগ্রণী ভূমিকা পালন করতে অনুরোধ জানান। এখানকার শিল্প সাহিত্য সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্য গর্ব করার মতো।তাইতো কোলকাতা থেকে ছুটে এসে মহুয়া মন্ডল মাত্র একদিনের ব্যবধানে বাবার বন্ধু বান্ধব, সতীর্থ ও শিক্ষক মশাই রূপনাথ রায়ের প্রচেষ্টায় এত সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রণব গঙ্গোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপনাথ রায়।