স্টাফ রিপোর্টার: তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে:
নারীর সম অধিকার আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস২০২৫। "আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১৬ এপ্রিল বুধবার তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন কড়ইগড়া কম্প্রেশন হলরুম "নারীর এগিয়ে চলা প্রকল্প "নারী পক্ষ" তাহিরপুর উপজেলা শাখা দিবসটি পালন করে। বিকাল ৪ টার কইড়গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বাঙ্গালী ও আদিবাসী নারীদের নিয়ে একটি র্যালী বের হয়ে কড়ইগড়া এনজিও সংস্থা কম্প্রেশন হলরুম এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় নারী নেত্রী মালবিকা আজিমের সঞ্চালনায় ও নারীর এগিয়ে চলা প্রকল্প "নারী পক্ষ" তাহিরপুর শাখার সভাপতি সুষমা জাম্বিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারীর এগিয়ে চলা প্রকল্প নারী পক্ষের প্রকল্প কর্মকর্তা ফাতিমা তুজ জোবায়দা। এ সময় আরও বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধ কামাল হোসেন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রুপন রাকাসাম, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সম্রাট মিয়া, নারী নেত্রী প্রতিমা দেবী হাজং প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী শিল্পীরা পরিবেশন করেন। উল্লেখ : আজ ১৬ এপ্রিল ঢাকায় ৫৫ টি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী দিবস এবং ঢাকার বাইরে জেলায় "দুর্বার নেটওয়ার্ক" বহ্নিশিখা ও অন্যান্য সহযোগী সংগঠনের মাধ্যমে একই দিনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ কর্মসূচি পালন করা হয়েছে।