মোঃ সাইফুজ্জামান সুমন, স্টাফ রিপোর্টার: (কয়রা) খুলনা থেকে:
খুলনার কয়রায় বিদ্যুৎ সংযোগ নেওয়া'কে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুতর আহত হাফেজ আক্তারুল ইসলাম (২৩) সহ তার মা রহিমা খাতুন (৫৫) ও ফুফু রিজিয়া বেগম (৪৬) আহত হয়েছেন। গত মঙ্গলবার ০৮/০৪/২০২৫ তারিখ আনুমানিক বেলা ২ টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায় নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য হাফেজ আক্তারুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির কাছে আবেদন করে, তারপরে সেখানে যায় নতুন সংযোগ দেওয়ার জন্য কয়রা উপজেলা থেকে পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান সমিত্র, প্রলয়, রফিক সেখানে যান, এরপরে গ্রাহক আহত হাফেজ আক্তারুল ইসলাম এর বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রতিবেশী শহীদুল ইসলাম মোল্যা এসে বাঁধা দেয়, কারণ হিসেবে জানতে চাইলে সে জানায় তার জমির উপর দিয়ে সংযোগ দেওয়া যাবে না, কিন্তু পল্লী বিদ্যুৎ এর যে পোল থেকে সংযোগ দেওয়া হচ্ছিলো সেই পোল থেকে অন্য গ্রাহকদের ওই একই ব্যক্তির জমির উপর দিয়ে আরও বেশি দূরত্বে সংযোগ দেওয়া আছে এমন কি তার নিজেরও নেওয়া আছে, তাহলে একবারে পাশে আমার কেন দেওয়া যাবে না এই কথা জিজ্ঞেস করার পরে বিদ্যুৎ এর লাইনম্যানদের সামনে বাকবিতণ্ডায় জড়ায় এরপরে শহীদুল ইসলাম মোল্যা (৪০) ও ভাই আজিজুল মোল্যা (৩৭) তাদের পিতা, আফসার মোল্যা নিজে সহ , মাফিয়া গাজী (৪৮) পিতার মৃ*ত্যু সবেদ গাজী, আক্তারুল ইসলাম ওরফে ঢাপু মোল্যা (২৩) সহ পিতা, মজিদ মোল্যা একত্রিত হয়ে প্রতিবেশী হাফেজ আক্তারুল ইসলামের উপর হামলা করে, এসময় আক্তারুল ইসলামের মা এবং ফুফু তাদের ছেলেকে রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা করে। তাদেরও আহত করা হয় এবং তাদের কাছ থেকে গোহনা সিনিয়ে নেওয়া হয়।
ওই গ্রামের বাসিন্দা কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়। শহীদুল ইসলাম মোল্যা পূর্ব শত্রুতা জের ধরে হাফেজ আক্তারুল ইসলামকে তাদের জমির উপর নিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে অস্বীকৃতি জানায়। কিন্তু একই পোল থেকে তার জমির উপর দিয়ে আরো বেশি দূরত্বে অন্যদের সাথে সম্পর্ক ভালো থাকায়। তাদের সংযোগ দিতে দেয়, ফলে আক্তারুল ইসলাম তাদের'কে কেন দিয়েছে প্রশ্ন করায় কথা কাটাকাটির সুবাদে বাধে, এক পর্যায়ে তাকে মারধর শুরু করে। এসময় তাকে রক্ষা করতে যারা যায় তাদেরও মারধোর করে, বর্তমানে আক্তারুল গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গ্রামের বাসিন্দারা দুঃখ প্রকাশ করে আরো জানায়। ঘটনাটি খুবই দুঃখজনক কারণ বর্তমান সময়ে সবার ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকলেও সামান্য দুই এক জন। কেন এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে। তাদের দাবি অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনঅনুগ ব্যবস্থা নিয়ে, ভুক্তভোগী আহত হাফেজ আক্তারুল ইসলামের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ঘটনায় এখনো মামলা হয়নি।তবে মামলার কাজ পরিক্রিয়াধীন।