মানুষ অমানুষ
আমরা হলাম নামেই মানুষ,
কামে মোরা অমানুষ।
অকাম কুকাম জড়িয়ে ধরি,
সবাই তাহা জানে জানুক।
ভয় ভীতি নাই তো কোনো,
কখন কোথায় বিপদ।
হুংকার দিয়ে ঝাড়বো তাকে,
পালিয়ে যাক সব আপদ।
আসল মানুষ নাই তো দাম,
অমানুষের দাম বেশি।
সত্য পথে চলতে গিয়ে,
অসত্যেরই পথ দেখি।
আমরা সবাই হবো মানুষ,
থাকবো না আর অমানুষ।
মানুষ হয়ে বাঁচতে হলে,
অমানুষিকতা আগে ছাড়ুম।
আগুন নিয়ে খেলা
আগুন নিয়ে খেল না কেউ,
হাত টা পুড়ে যাবে।
হাত তোমার পুড়ে সেথায়,
ঘাঁ যে হয়ে রবে।
মলম ওষুধ দিলে তবুও,
শুকাবে না তা সহজে।
ঘাঁয়ের জ্বালা চিনচিন করে,
ঢুকবে তোমার মগজে।
ঘুম ভালো হবে না তো,
ঘাঁয়ের ভীষণ ব্যাথায়।
পাশে তোমার আসবে না কেউ
ঘাঁ জ্বলবে শুধু একায়।
আগুন নিয়ে খেল না কেউ,
আগুনে পুড়ে হাত।
আগুনে পুড়ে হয় ক্ষত,
মিশে না কখনো দাগ।
মানবিক কবিঃ-
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।