প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:১৮ পি.এম
কবিতাঃ ব্যথার স্মৃতি
মহম্মদ সফিকুল ইসলাম
কে ডাকে আজ ভোরের আলোয়
খন্ড আশা জুড়ে,
স্বপ্নগুলো ডানা মেলে
উড়ছে বিঘ্ন তুড়ে।
হারানো ঢেউ খুঁজে পেতে
অথৈ জলে ভাসি,
মিশরের নীল নদের তীরে
শুনছি মমির হাসি।
সাহারার তাপ দ্বিগুণ হয়ে
বক্ষ ফাড়ে বালি,
ছিন্ন হৃদয় জ্বলে ছারখার
পলাতক আজ মালি।
পাথর চাপা বুকে ভেতর
রক্তেরা ঢেউ খেলে,
অমানিশা চাঁদের বুকে
বারুদরুটি বেলে।
তোমার ডাকে কর্ণকুহর
গভীর রাত্রী জাগে,
আগমনী বার্তা পেয়ে
সকল কষ্ট ভাগে।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com