এ কোন পৃথিবীর দ্বারপ্রান্তে উপনীত সম্পর্কগুলো
ছিন্নভিন্ন ভালোবাসার চিরায়ত শ্বাশত সাতকাহন
ফেলে আসা সবগুলোন উপখ্যানই বড্ড অস্পষ্ট
এই কদিন আগেরও চেনা মুখগুলো এখন পশুত্বের।
হায়রে সম্মান মর্যাদা ভূলুণ্ঠিত মানবতার অবক্ষয়ের
পৃথিবীর সম্পদের অপরিসীম মায়াজালে নিমজ্জিত
বিচিত্র সেলুকাস রক্তের নাড়ীর বন্ধনও উপেক্ষিত
লোভাতুর পৃথিবীর রঙ্গমঞ্চে ভাবের ক্ষুরে লালায়িত।
একদিন ফিরে আসবে বৈকি সকল হিসাব নিকাশ
তখন হয়তো সময় থাকবে না আর ফিরে দাড়াবার
পৃথিবীতেই সাঙ্গ হবে পেশীশক্তির দৃশ্যমান পতন
তোমাদের হিংসাত্মক স্বার্থের কাছে রক্তের বাঁধন অদৃশ্য।