সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে গরু বিক্রি করতে লাগছে গরুর প্রত্যয়ন।
সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, ক্রেতা আছে কিন্তু বিক্রেতার সংখ্যা সীমিত ।
ব্যবসায়ীরা জানান ,বিগত বছরে তোয়াকুল বাজার টি ছিলো ইজারার আওতায় কোন ধরনের গরুর প্রত্যয়ন প্রয়োজন নি। কিন্তু বর্তমানে গরুর প্রত্যয়ন ব্যতিত গরু বিক্রি করা যাচ্ছে না। ইজারার মেয়াদ শেষ হওয়ায় সরকার কতৃক খাস কালেকশনের মাধ্যমে গরু বিক্রি করা হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। এদিকে ক্রেতা বিক্রেতা না থাকায় দায়িত্বপ্রাপ্তরা অলস সময় পার করছেন।
খাস কালেকশনে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার মঞ্জুর আহমদ বলেন,প্রত্যয়নের কারণে বাজারে গরু বেচাকেনা এখন পর্যন্ত হয়নি।
তোয়াকুল ইউনিয়নের বিট অফিসার এসআই দিদারুল আলম খান বলেন,বাজারে গরু নিয়ে আসার পথে চাঁদাবাজি হচ্ছে এমনটাই খবর শুনেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন,রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় গরু বন্ধের জন্য এই নিয়ম করা হয়েছে। যাতে করে স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা লাভবান হতে পারে।