কলমেঃ রওশন রোজী
=============
আজ পাঁচটি বছরধরে
তোমায় খুঁজে বেড়াই
বেডরুমে, রান্না ঘরে ,
বাসার সামনে , গাড়িতে
ঘরের প্রতি টি জায়গায়
পাগলের মতো করে
বিছানার চাদরে আজ ও তোমার স্পর্শের ছোঁয়া পাই
মাঝে মাঝে তোমার কবরের পাশে বসে
অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে দেখি
আর প্রশ্ন করি
তুমি আমায় ছেড়ে কত সুন্দর করে
ঘুমিয়ে আছ
আমার কথা কি মনে হয়
তোমার?
তুমি কেন ওপারে চলে গেলে
আমায় একা ফেলে
আমার জন্য তোমার কি কষ্ট হয় ?
যেমন তোমার জন্য আমার হয়
মাঝে মাঝে তোমার সেই পূরানো জায়গায়
যেখানে তোমার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে
ওখানে যেয়ে চুপটি করে থাকি বসে
আর তোমার সাথে কথা বলি
কোন জবাব না পেয়ে মন খারাপ নিয়ে
ফিরে আসি।
জান তোমার দেওয়া দুটি উপহার ফুল
ওদের টানে আবার ঘুরে দাঁড়াই
মনকে শক্ত করে ওদের দিকে তাকাই
ওদের মাঝে তোমায় দেখি।
আর মনে মনে শান্তনা খুঁজি।
ওরা আজ অনেক বড় হয়েছে
মাঝে মাঝে তোমার কথা মনে হলে
আমায় জড়িয়ে ধরে কান্না করে
শান্তনা খুঁজে আমার মাঝে
তখন আমার খুব কষ্ট হয়, রাগ হয়
তুমি কেন হারিয়ে গেলে
আমায় একা করে।