বৈশাখ মাসে
বৈশাখ মাসে গরম পরে,
হয় তুফান ঝড়।
বৈশাখ মাসে ভাঙে লোকের,
শত বাড়ি ঘট।
বৈশাখ মাসে মাঠ ঘাট,
ফেটে হয় চৌচির।
বৈশাখ মাসে গাছের পাতা,
পড়ে যায় ঝিরিঝির।
বৈশাখ মাসে খালে বিলে,
জলশূন্য যেন হয়।
বৈশাখ মাসে পিপাসা কাতর,
পথিক করে হায় হায়।
ভুত পালিয়েছে
বাড়ির পাশে একটা বড়ো,
আম কাঁঠালের বাগান।
বাগানের ভেতর গাছ গুলোতে,
ভূতেরা দেয় জাগান।
দিনের বেলায় ভুত গুলো যায়,
দুর আকাশের দেশে।
সন্ধ্যা হলে ভুতেরা মিলে,
আপন নীড়ে ফিরে এসে।
গভীর রাতে বাগান বাড়িতে,
আসে অনেক বড় ভুত।
অন্ধকারে ভুত গুলো সব,
করে শুধু ঘুঁত ঘুঁত।
ছোট খোকা ভয়ে ভয়ে,
হয় যে জড় সড়।
হুংকার দিয়ে মা বলে,
ভুত টাকে ধর ধর।
তাই শুনিয়া ভুতেরা সব,
দৌড়ে গিয়ে পালায়।
ভুত পালিয়েছে কইরে তোরা,
মা এসে তা জানায়।