বৈশাখি মেলা
খুশি আজ মনের মাঝে,
বৈশাখী সাজে আজ তবলা বাজে
হবে জব্বারের বলি খেলা
শুরু হলো বৈশাখি মেলা।
কিনবে সে অনেক কিছু
ছুটে চলে বাবার পিছু পিছু।
খাবে মজার মজার খাবার,
করে সে নানারকম আবদার
বছর ঘুরে মজা কত আহা
কিনতে আজ সবি দেখে যাহা।
পথ শিশু
পথশিশুদের ছোটবেলার হারিয়ে গেল কবে
পথশিশুরা কি সবসময় অবহেলায় রবে।
হারায় তারা চড়ুইভাতি খেলা
হয়না তারা খুশি নাগরদোলার
দেখেনা স্বপ্ন পায়না ভালোবাসা
নেই আনন্দ বড় আশা।
পায়না কোন বিদ্যাশিক্ষালয়
ভাসায় না নৌকা কাগজের ভেলায়।
কারো কারো দিন কাটে দিনমুজুর হয়ে গৃহভৃত্য হয়ে।
খুশি হয়ে যায় একটু খাবার পেয়ে,
দিন কাটে চাহিদা মেটাতে
কারখানায়।
একটু ভুলে পায় চরম নির্যাতন অত্যাচার
পায়না তারা মৌলিক অধিকার।জীর্নশীর্ণ ছেড়া জামা গায়ে
যায় সুন্দর জীবনের আশা ক্ষয়ে।
কেউ নেয়না তাদের কোলে তুলে,
দিন কাটে ক্ষুধায়কষ্ট ভুলে
কখনো বাখুশি ছোট খুশিতে চাওয়া পাওয়ার পাখনা মেলে।
কবি ছড়াকার প্রাবন্ধিক বাচিক ঢাকা বাংলাদেশ। প্রচার সম্পাদক বাংলাদেশ মহিলা বৌদ্ধ সমিতি।