কলমেঃ নিহাদ হোসাইন
ছোট্টবেলার বন্ধুরা সব কই গেলি রে বল?
শৈশবে ফের ফিরে যাই আজ সবাই মিলে চল।
বড় পুকুরে সাতার কেটে ফের চল ভেসে যাই,
আগের মতো ফের মোরা সবুজ মাঠে হারাই।
আগের মতো চল নারে সবাই খেলি লুকোচুরি,
পাখির খোঁজে আজও করি বাগানে ঘুরাঘুরি।
ধান যে পাকলো মাঠের পরে রাখলি খবর কই?
চল নারে আজও ধান ফুটিয়ে খাই ভেজে খই।
বুলবুলির যে ছানা ফুটেছে মেহগনির মগডালে,
চল নারে তোরা দেখি গিয়ে গাছের আড়ালে।
টমেটো যে পাকলো ক্ষেতে, চল নারে যাই।
টমেটেোতে নুন লাগিয়ে সবাই মিলে খাই।
হালচাষ যে দিচ্ছে মাঠে, মাছেতে ভরপুর,
দেখি আজ কে পায় মাছ সবার থেকে খুব।
আগের মতো চল নারে ভাই খেলি ক্রিকেট খেলা,
ছোট্টোবেলার পাঠের মতো কাজে থাকুক কিছু হেলা।
সময় কেমন নিষ্ঠুর হয় জানিস রে তোরা!
সময়য়ের ব্যবধানে একে অপরের অচেনা হলাম মোরা।