মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:
আইনের বিভিন্ন জটিলতায় ভুগছেন সাধারণ মানুষ যার মধ্যে রয়েছে জমি জমা সংক্রান্ত মামলা সহ বিভিন্ন ধরনের মামলার কারণে দীর্ঘদিন ধরে ভুগছেন সাধারণ মানুষ বিশেষ করে একটি সিভিল মামলা হলেই তা কমপক্ষে দশ থেকে ২০ বছর পর্যন্ত চলমান থাকে এ বিষয়ে অনেকেরই ধারণা আইনের সঠিক প্রয়োগ থাকলে হয়তোবা এ ধরনের ভোগান্তিতে পড়তে হতো না সাধারণ মানুষের ধারণা যে কোন মামলার ক্ষেত্রে খুব দ্রুত বিচার কার্য শেষ করাটাই আইনের একটি বড় ধরনের ভূমিকা রাখা দরকার আমাদের দেশে আইনের সঠিক প্রয়োগ নেই বললেই চলে যে কোন মামলার ক্ষেত্রেই সঠিক তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ঘুরতে হয় বছরকে বছর সাধারণ মানুষের ধারণা অনেক ধরনের মামলা রয়েছে যা অতি দ্রুত শেষ করতে পারলেও আইনে বিভিন্ন জটিলতার কারণে এবং ব্যক্তি স্বার্থের কারণে হয়তোবা তা শেষ করেন না উকিল সাহেবরা হয়তোবা বিচারপতিরা তাহলে কি সাধারণ মানুষের কথাই ঠিক একটি জমি সংক্রান্ত মামলার বিষয়ে খবর নিয়ে দেখা গেল দীর্ঘ ১০ বছর আগে মামলা করা হয়েছিল যা এখনো পর্যন্ত চলমান রয়েছে এতেই কি বোঝা যায় না যে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা যেকোনো মামলার ক্ষেত্রে আইনি সঠিক প্রয়োগ থাকলে হয়তোবা এ ধরনের ভোগান্তিতে পড়তে হতো না সাধারণ মানুষের ১০ থেকে ২০ বছর একটি মামলার চালাতে হলে উকিলদেরই দিতে হয় কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকা তার মধ্যেও রয়েছে অনেক ধরনের খরচ একজন ব্যক্তি এত টাকা খরচ করেও যদি তার সম্পত্তি সঠিক বিচার না পায় তাহলে এত বছর কেন একজন ব্যক্তিকে ঘোরানো হয় যেকোনো মামলার ক্ষেত্রেই নির্দিষ্ট একটি সময় বেধে দেওয়া দরকার বলে মনে করেন সাধারণ জনগণ না হলে কোর্ট কাচারিতে ঘুরতে ঘুরতে অনেকেই মৃত্যুবরণ করেছেন, একজন বাবা হয়তো আজ থেকে ১৫ বছর আগে জমির একটা মামলা করেছিলেন যে মামলা এখনো পর্যন্ত চলমান রয়েছে বাবা মারা যাওয়ার পরে ছেলে মামলা চালিয়ে যাচ্ছেন ২০ বছর পরেও দেখা যাচ্ছে মামলার রায় এখনো পাননি এটাই কি আমাদের আইন নাকি সব ধরনের আইন থাকার পরেও আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না সাধারণ জনগণকে বাঁচাতে হলে কিংবা সঠিক ভাবে বিচার কার্য পরিচালনা করলে অনেক অসহায় মানুষের আত্মার শান্তি ফিরে আসবে তাই বর্তমান সরকারের উপদেষ্টা জনাব মোঃ ডক্টর ইউনুস সাহেবকে এ বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন হাজারো সাধারণ মানুষ। সাধারণ মানুষ চান অতি দ্রুত যেকোনো মামলার বিচারকাজ যদি দ্রুত শেষ করা হয় তাহলে সাধারণ জনগণের বিভিন্ন ধরনের ক্ষতি থেকে তারা বাঁচবেন বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলি যেকোনো মামলা চালাতে গেলে তাদের জমি জমা বিক্রি করে পথে দাঁড়াতে হয় যেকোনো মামলার ক্ষেত্রে লাভবান হন শুধুই এক ধরনের অসাধু আইনজীবী একটি মামলা দ্রুত শেষ হলেই যেন তাদের বড় ধরনের ক্ষতি হয় বিশেষ করে বিভিন্ন অসাধু আইনজীবী চান একটি মামলা দ্রুত শেষ না হলেই তাদের লাভটাই বেশি থাকেন তাই যে কোন মামলার ক্ষেত্রেই হোক না কেন মানুষ হয়েও মানুষের প্রতি তাদের একটু অনুশোচনা জাগে না। আইনের বিভিন্ন জটিলতায় কারণে একজন নির্দোষ ব্যক্তি ও যদি আইনের দরজায় এসে দাঁড়ায় সে ব্যক্তির বিচার কার্য শেষ করতে হলে অবশ্যই আইনের সঠিক প্রয়োগ ও নির্ধারিত একটি সময়ের প্রয়োজন হয়। যেকোনো আসামের ক্ষেত্রে যদি অতি দ্রুত মামলাটি শেষ করা হয় তাতে অপরাধী হোক কিংবা নির অপরাধ হোক দুজনের পক্ষেই ভালো হয় একজন বিচারপতি যদি একজন নিরপরাধ ব্যক্তিকে ১০ বছর পরে নির্দোষ বলে বিচারকার্য শেষ করেন তাহলে যে ১০ বছর তাকে আটকে রাখা হয়েছে সেই ১০ বছর কে ফিরিয়ে দিবে বিশেষ করে আমাদের দেশে প্রতিটা মামলার ক্ষেত্রেই এ ধরনের ঘটনা ঘটছে, আবার অপরাধীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সঠিক তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাকেও ১০ বছর পরে দোষী সাব্যস্ত করে বিচারকার্য শেষ করা হচ্ছে। আসুন সকলে আমরা আইনের সঠিক প্রক্রিয়া ব্যবহার করি এবং সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত করি।