কলমেঃ শামীমা বেগম
==============
আমি রহস্যময় একরাত্রি
আমি নবীন পথের
এগিয়ে চলা
নবীন অভিযাত্রী।
আমি উত্তাল সমুদ্র
ভয়ংকর এক বজ্রকন্ঠ
আমি উন্মাদ, আমি মত্ত
আমি হিমালয়ে জমে থাকা শক্ত বরফখন্ড।
আমি মরতে জানি
লড়তে জানি
প্রয়োজনে মারতে জানি।
যুদ্ধে এবার যাবো আমি
মূর্ত হয়ে ছুড়বো গুলি,
রুক্ষ হাতে ধরবো আমি
নগ্নতার ঐ গ্যাং – জুটি।
ক্রুদ্ধ ভরে ধরবো চেপে
সব মাতালের জিভ-টুটি।
মারবো লাথি, ভাঙবো শিকল
বর্বরতার আস্তানা
আগুন জ্বালিয়ে করবো খতম
চাটুকারের কারখানা।