কলমেঃ অথই নূরুল আমিন
-------------------------------
কি ধর্ম কি তরিকা সাথে আছে রাজনীতি
পোষাক যেন পরিপার্টি কথায় আছে প্রীতি
কার আগে কে বলবে চলছে প্রতিযোগিতা
এখানে সবাই জ্ঞানী বটে কথার পরে কথা।।
এখানে সব আলোচনা ধর্মী নিয়ে হয় গল্প
সাথে আছে কোরআন হাদিস মতামত অল্প
কে করেছে কি সাধন আর কে ছিল পালোয়ান
তরিকাওয়ালা বলছে রেগে তার পীর আগোয়ান।।
এই তো জমে উঠেছে রাজনীতি হাট বাজারে
নির্বাচনটা হবে কবে? কে যাবে পাশ করে
কোন দলটা ক্ষমতায় বসবে এবার বাংলাদেশে
এই ধরনের আলাপ এখন চলছে বাতাসে।।
কথার পরে কথা চলছে ইসরায়েলকে নিয়ে
ফিলিস্তিনের সব লোক কাঁদছে না খেয়ে
গাজা রাফার নেই অস্তিত্ব সব গেছে জ্বলে
এসব কথা চলছে কিন্তু সকাল বিকেলে।।
সরকারের কে ভালো বেশি, কার আছে কি গুণ
এই সকল কথা চায়ের দোকানে চলছে আক্রমণ
রাস্তা ঘাটে চলার পথে হচ্ছে সব তর্ক আর বিতর্ক
জনগণই দিচ্ছে রায় সমাজের ভালো মন্দের প্রার্থক্য।