কলমেঃ অথই নূরুল আমিন
দারুন কষ্টের খবর, সব অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে
মানুষেরা মনের অজান্তেই, সবাই বিকি হয়ে যাচ্ছে
কেউ তার শ্রম গুলো ঘাম গুলো বিকি করছে হায়
কেউ তার মেধা বুদ্ধি, আবার কেউ অনেক সস্তায়।।
মানুষেরা বিকি হচ্ছে যাচ্ছে, কিছু চালাকের কাছে
কিছু মানুষ বিকি হচ্ছে, তার নীতি আদর্শর কাছে
বিকি হচ্ছে, হুকুম মানছে, এমনকি খুন খারাপি
মনুষ্যত্বর মাথায় বারি, কেউ আবার ঋণখেলাপি।।
এখানে মানুষেরাই মানুষেরে করছে বেচাকেনা
যেন তারা কেউ মিডিয়া কেউ দালাল আনাগোনা
রাজনীতিতে বেচাকেনার গ্রাহক অনেক বেশি
ইটালি ইউরোপ আর সিঙ্গাপুরেও অনেক বিদেশি।
এখানে অর্থ নিয়ে চলছে খেলা, মানুষের সব মাতম
মানুষ যেন পশু পাখি মাটি হীরার চেয়ে ও দাম কম
মানুষ বেচাকেনা চলছে, মাথা সব গুণে গুণে
এখানেও মিডিয়া আছে তারা টাকা সবখানে।।
এখানে মানুষ কেনার গ্রাহক আছে সব বাজারে
শ্রম কিনে ঘাম কিনে মেধা কিনছে একাধারে
আসলে ক্রয় কারীরা যুগে যুগে সর্বক্ষেত্রে লাভবান
যারা হচ্ছে বিকি তারা শুধু পদে পদে হচ্ছে হয়রান।