কলমেঃ- শেখ মিন্নাতুল মকসুদ অর্চি
সেই মেয়েটি একাকি ভিষণ
তার সুখের মাঝেও দুঃখের গ্রহণ।
মন শুধু জানে কি ব্যাথা অবিরত
চোখ ভিজে তার বাড়ায় বুকের ব্যাথার ক্ষত।
শুকনো পাতার মতো সে মলিন
কিন্তু সেও ছিল ফুলের মতো রঙিন।
একদা এক মেঘ এলো
সে সুখের বদলে দুঃখ পেলো।
পাতার মত পড়লো ঝরে
দুঃখ বিষাদের দারুন ঝড়ে।
এখন দুঃখ চিরসাথী
চোখের জলে কাপে আঁখিপাতি।
সেই মেয়েটি দুঃখী অনেক
শান্তি চায় দু দন্ড খানেক।
চির অশান্তি জীবন ময়ী
সেই মেয়েটি দুঃখময়ী।