কলমেঃ ওমর ফারুক
============
বৈশাখ মাসেই বৃষ্টির হাসি ঝড়ু বাতাসে গায়ে যে দিলো মাখিয়ে।
বৈশাখ মাসের মেঘলা আকাশে কত যে হাসি।
বৈশাখ মাসের গোধূলি বেলায় আমতলাইতে যাই খুশি মনে আম কুড়িয়ে বাড়ি যে ফিরে যাই।
এমন সময় ছিল বেশি শিশু বেলায় যায় আম কুড়িয়ে গাছ তলা থেকে বাড়ি ফিরে যাই।
শিশু বেলায় প্রতিবেশী আম গাছ তলায় যাই তারা যদি দেখতে পেয়ে ধমক দিয়ে যায়।
এমন শৈশব শিশু কাল কি ফিরে পাবো তাই বৈশাখ মাসে আম কুড়িয়ে বাড়ি যে ফিরিয়ে যাই।
শৈশব কালের মধুর স্মৃতি আজও যে খুঁজে ফিরে বেড়ায়।
বৈশাখ মাসে হঠাৎ দেখি কালবৈশাখী মেঘমালা আকাশে দৌড়ে বেড়ায়।
দিক ব্যাধিকে ছোটা ছুটি কৃষক মোরা দোড়ায়
মনের গুঞ্জনে কতই কিছু তখন খুঁজে যে বেড়ায়।
কৃষকরা তখন ছোটাছুটি নিরাপদ আশ্রয় যে খুঁজে বেড়ায়।
কখন জানি মাচ আকাশ থেকে বৃষ্টি নেমে ভিজিয়ে দিবে তাই।
এমন কিছু কৃষক হাসে বৃষ্টিতে গা ভিজিয়ে হেলে দুলে বেড়ায়।
এটাই বুঝি বৈশাখ মাসের মেঘলা আকাশের রুদ্র বাতাসের সঙ্গী হয়ে যে বেড়ায়।
শৈশবকালের বৈশাখ মাসের এখনো আমরা খুঁজে ফিরে বেড়ায়।
কখন জানি আবার ফিরে পাবো এমন একটা বৈশাখ মাসের শৈশব বেলায়।
মনের গুঞ্জন এ বৈশাখে নিরঞ্জনে কতই শুকিনা দেখি বৈশাখ মাসের সকালবেলায় রুদ্র হাসে গায়ে যে মাকি।
কখন জানি বিদায় নিবে আমাদের মাঝ থেকে বৈশাখ মাসের হাসি।
তাইতো বলি বৈশাখ মাসে আম কুড়িয়ে বাড়িতে যে ফিরে আসি।