মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে অজ্ঞাতনামা একটি পুরুষের গলিত লাশ পাওয়ার পর পুলিশ উদ্ধার করেছে । শনিবার ( ১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৬টার সময় মধ্যনগর থানাধীন ৩ নং চামরদানী ইউনিয়ন এর অন্তগত মোকশেদপুর গ্রামের পাশ্ববর্তী ভোলাই নদীর পশ্চিম পাড়ের দীঘার নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন জড়ো হয়, পরে একপর্যায়ে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ চিনতে না পেরে, তাৎক্ষণিক মধ্যনগর থানা পুলিশকে বিষয়টি মোবাইল ফোনে অবগত করেন, চামরদানী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফুয়াদ মিয়া। পরে পুলিশের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে, এসআই আলমগীর হোসেন, এসআই মোঃ আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ গলিত, হাতের আঙ্গুল নাই ও পায়ের গোড়ালি হইতে নিচের অংশ নাই এবং মুখমন্ডল গলিত, লাশের গায়ে কোন পোষাক নাই পোকা দ্বারা আক্রান্ত