মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় সুবিধাবঞ্চিত কিছু সংক্ষক পরিবারের মাঝে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান,সেলিম ও নিত্য ব্যবহার্য মূল্যবান উপহার সামগ্রী বিতরণ করেছে। ১৯ এপ্রিল, শনিবার দুপুর আনুমানিক ২টায় উপজেলার পদুয়া ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় উক্ত সামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। প্রধাব বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দ্বীনি আলোচক মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান মেহমান ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এস.এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা মুন্সি ফরিদ উদ্দীন চৌধুরী।
কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন, মোঃ ওমর ফারুক, আব্দুল্লাহ আল গফুর, মোঃ রুবেল খান, মঃ আবু হানিফ, জাফর আহমদ, মোঃ শাহাব উদ্দিন, মামুন আল রশিদ, মোঃ খানে আলম, মোঃ মহি উদ্দিন চৌধুরী (মহিন), মোঃ মহি উদ্দিন, মোঃ ফৌজুল কবির, মোঃ সেলিম উদ্দীন, মোঃ মিজানুর রহমান নিশানসহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী ও স্থানীয় সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, উক্ত সংগঠনের কার্যক্রম খুবই প্রশংসনীয়। এধরণের সংগঠন সমাজ বিনির্মানে মূখ্য ভু্ুমিকা রাখতে সক্ষম। তিনি আরও বলেন, এধরণের সংগঠনের জন্য তাঁর মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে। যেকোন সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা পরামর্শ গ্রহণ করতে তাঁর সহিত সাক্ষাৎ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন। সভা শেষে শ্রেণীভিত্তিক ১৯টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও মেয়েদের বিবাহ ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করেন।
ক্যাপশন: লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে ১৯টি অসচ্ছল পরিবারের মাঝে নিত্য ব্যবহার্য সামগ্রী বিতরণ করছেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান।