মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:
১৯ শে এপ্রিল শনিবার বিকেলে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জলঢাকা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে জলঢাকা উপজেলা আমীর মুখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন গত ফ্যাসিবাদী সরকারের দুর্নীতিতে দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত,তাই আগে সংস্কার পরে নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর মাওলানা আব্দুল হালিম,
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক রংপুর দিনাজপুর অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য রংপুর দিনাজপুর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য রংপুর দিনাজপুর মুহাম্মদ আব্দুর রশিদ, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী জেলা মজলিসে সুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ জনগণরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।