শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন সাঁথিয়া বারোআরী কালিবাড়ি শিব মন্দিরে গেট নির্মাণ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ হয়ে আসছিল। ১৯ শে এপ্রিল ২০২৫ খ্রি রোজ শনিবার বিকালে ৩টার সময় পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ও সাঁথিয়া থানা ইনচার্জ( ওসি) মো: সাইদুর রহমানের প্রচেষ্টায় নির্মিত হল সাঁথিয়া বারোয়ারী কালীবাড়ি শিব মন্দিরে গেট। মন্দিরের সভাপতি শ্রী সুশীল কুমার দাস বলেন:- এ মন্দিরে গেট নির্মাণ নিয়ে যে ঝামেলা যেল তা প্রায় দুই বছর ধরে চলছিল, উপজেলা নির্বাহী অফিসার ও থানা ইনচার্জের প্রচেষ্টা ঝামেলা মুক্তি হল আজ, এতে হিন্দু সম্প্রদায় উপজেলা প্রশাসনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।