সুর সঙ্গীতে, যে গুনী আজি
হইয়াছে ভীষণ মাতাল
তাঁহার কন্ঠে, সে সুর গীত
রহিবে কি চিরকাল ?
এক অন্তঃকরণে যে কবি
ধরিয়া শত রাত দিনমান
লিখিছে গদ্য, লিখিছে কাব্য
রচিয়াছে কত সুর গান ৷
কত গুনী মেদিনীর কত জ্ঞানী
রচিত তাঁহার কত গীত গাহিবে
যুগের পর যুগ, কালের পর কাল
সেকি চিরকাল রহিবে ?
নিশিথে যে প্রসূন ফোটে
মেদিনী তাঁহার সুবাসে ভরে
বিহানে কেন সুবাস প্রসূন
ঝড়িয়া সে ভূমিতে পরে ৷
ক্রমান্বয়ে যাহা গড়িতে
লাগিয়াছে শত দিনমান
এক মুহুর্তে হয়ে যায় কেন
সমূদয় অবসান ?
আছে যাহার এই ভুলোকে
প্রভূত অর্থ, বহুল কড়ি
চিরকাল কি রহিবে তাঁহার
এইরূপ বাহাদুরি ?
আজি হতে শত বর্ষ পূর্বে
এ ধরাতে ছিল যাঁহারা
কহিতে পারিবে কি হে বিধাতা
কোথা আছে অব তাঁহারা ?