কলমেঃ অথই নূরুল আমিন
এ যেন এক দারুন অপশক্তি
এ যেন এক অলৌকিক ঘটনা
সর্বদায় মনটা যেন ছটফট করে
মনের ভিতরে গভীর এক কান্না।।
নীরব থাকলে একা হলেই
মনের ভিতরে মাতম চলে
বাবার জন্য, মায়ের জন্য
ভাই বোন আত্মীয়র ছলে।।
চাচাদের কথা, মামাদের কথা
ফুফুদের কথা, খালাদের কথা
এ ছাড়া কতশত বাল্যবন্ধু –
মনে হলেই মনে জাগে ব্যথা।।
একা হলে বা একটু শান্ত হলেই
মনের ভিতরে যেন মনের আয়নায়
ভেসে উঠৈ আপনদের মুখগুলো
আসলে প্রকৃত স্নেহ ভোলা যায় না।।
মানুষেরা মনে একসময় নিরুপায় হয়ে যায়
ইচ্ছে করলেই তার সীমানার বাহিরে –
মনে হয়, কখনও আর যেতে পারে না
মনটাও মরে যায়, স্বপ্ন গুলোতে পচন ধরে।।