কলমেঃ শাহিন আলম
ধূলিসাৎ ধ্বংসস্তুপের বিদ্রুপ পৃথিবীতে
ক্লান্তির মহাপ্রলয় বিরাজমান
হেঁটে চলেছি মৃত্যুর নিস্ক্রিয় মিছিলে
ক্ষনস্থায়ী ভূমিস্তুপে বহমান।
প্রাপ্তির খাতায় বিয়োগ থেকে বিভাজন
অমোচনীয় ভাগ্য রেখা নিয়তি
বিচ্যুত হওয়া অন্তিম সময়ের অপেক্ষায়
সংক্ষিপ্ত যাত্রা বিরতি।
গন্তব্যহীন স্টেশনে নিরন্তর ছুটেচলা
পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের সার্থকতায়
থেমে যাবে পৃথিবীর উগ্র কোলাহল
হারিয়ে ফেলা জীবনের মোহনায়।
রঙচটা সৌন্দর্যের দীপ্তিমান উচ্ছ্বাসে
বহুমাত্রিক রূপ লাবণ্যে চিরস্থির
পরে রবে নগণ্য দেহের বিচিত্র ঐশ্বর্য
ছিন্ন হবে মায়ায় জড়ানো আপন নীড়।
রহস্যময় প্রাচীরে আবদ্ধ লোভ লালসায়
পার্থিব জীবনের হিসেব দর্শন
পাপ পূন্যের শুধিতে হবে সেই সব ঋণ
ভস্ম হবে চিরচেনা গর্জন।
অনাকাঙ্ক্ষিত ক্ষুদ্র জীবনের প্রয়োজনে
রেখে যেতে পারবো না বিচরণ
কর্মফলের বাইরে স্বার্থপর এই সংসারে
ভঙ্গ হবে সংক্ষিপ্ত যাত্রার ভ্রমণ।