খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
বাংলাদেশ হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন খুলনা অতিরিক্ত ডিআইজি পদে (পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার জনাব জাকারিয়ার নির্দেশনায় কাটাখালি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আরাফাত এর নেতৃত্বে এ এস আই অনুপম বিশ্বাস, এ এস আই খাইরুল আলম, সহ সঙ্গীও ফোর্স কনস্টেবল মামুন, কনস্টেবল সাঈদ, কনস্টেবল মাসুম, কনস্টেবল নজরুল, কনস্টেবল মহিউদ্দিন, প্রতিদিনের মতো রাস্তায় ডিউটি চলাকালীন অবস্থায় একটি কাভার ভ্যান ট্রাকে সিগন্যাল দিলে কাভার ভ্যান ট্রাকটি খুব দ্রুত হাইওয়ে রাস্তার পাশে সাইট করে চালক পালিয়ে যাওয়ার সময় কনস্টেবল মামুন দৌড়ে ড্রাইভারকে ধরে ফেলেন এ সময় গাড়িটি সন্দেহ ভাজন হওয়ায় কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আরাফাত গাড়িটি তল্লাশির নির্দেশ প্রদান করেন তল্লাশির এক পর্যায়ে ড্রাইভারের সিটের পিছন থেকে সিমেন্টের ব্যাগ ভর্তি ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এ সময় কাভার ভ্যান ড্রাইভার ও কাভার ভ্যান ট্রাকটিকে আটক করা হয় আটকৃত কভার ভ্যান গাড়ি যাহার স্টেশন নাম্বার ঢাকা মেট্রো ট ১৩-৫৮০৮ থেকে ৪ কেজি গাজা সহ ড্রাইভারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয় আটককৃত আসামি হলেন জয়নাল গাজী, পিতা মোঃ আজগর গাজী, মাতা মোসাম্মৎ কারীমা বেগম, গ্রাম মাসকাটা পূর্ব পাড়া, মাসকাটা, বেতাগা, ফকিরহাট, বাগেরহাট, পরবর্তীতে আটককৃত আসামিকে ও জব্দকৃত ট্রাকটি ফকিরহাট থানা পুলিশকে সোপর্দ করা হয় উভয় থানা কর্তৃক এজাহার পূর্বক আসামিকে আগামীকাল কোটে প্রেয়ন করা হইবে বলেন জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।