খুলনা প্রতিনিধি:
" খুলনা উন্নয়নে সবার আগে সবসময় " শ্লোগানে আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর আয়োজনে ২০ এপ্রিল ২০২৫ রবিবার, সকাল ১১ টা, সড়ক ও জনপথ ভবন ঘেরাও কর্মসূচি সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে বক্তব্য রাখেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা থেকে কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু। নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর পরিচালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল ও কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম এবং আলহাজ্ব এফ এম মনিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সাঈদা পারভীন, মোঃ জাহাঙ্গীর সিকদার, কাজী আব্দুল ওহাব, এস এম নাজমুল হাসান, এম এম হাসান, হোসাইন মাহমুদ বাচ্চু, মোঃ আকরাম হোসেন মল্লিক, আল মামুন বাদল, কাওসারী জাহান মঞ্জু, আসিফ ইকবাল, রাবেয়া খাতুন, জিয়াউল হাসান জীবন প্রমূখ। কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ), খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি ( কেডিএস ), খুলনা নাগরিক সমাজ, খুলনা উন্নয়ন ফোরাম, নাগরিক ফোরাম, সিপিবি, ইসলামি বাংলাদেশ আন্দোলন, নিরাপদ সড়ক চাই, নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ, নতুনতারা মহিলা পরিষদ, নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ, আইন ও বাস্তবায়ন সংস্থা।